চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার চার উপজেলা পরিষদের ভোগগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। জেলার চার উপজেলাতেই ভোটকেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। বেশিরভাগ ভোটকেন্দ্রে ২৫ থেকে ৪০ শতাংশ ভোট পোল হওয়ার খবর পাওয়া গেছে। তবে দুই একটি বিচ্ছিন্নঘটনা ছাড়া ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে। 

চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় ৩৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা কিংবা জাল ভোটের খবর পাওয়া যায়নি। ভোট হয়েছে শান্তিপূর্ণ। তবে, প্রায় সব ভোটকেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল কম। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে গণনা।

(টিটি/এসপি/মার্চ ২৪, ২০১৯)