নিউজ ডেস্ক : স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী। বিভাগটির দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এই প্রদর্শনীর বিষয়বস্তু ‘মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা’।

বিভাগটির ভারপ্রাপ্ত প্রধান সাহস মোস্তাফিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবিরের উদ্বোধনের পর সারাদিন প্রদর্শিত হবে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ছায়াছবি ‘গেরিলা’। পাশাপাশি থাকবে মুক্তিযুদ্ধ সময়কার বিভিন্ন স্থির চিত্রের প্রদর্শনী।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

প্রদর্শনীটি ২৫ মার্চ, ২০১৯(সোমবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজয় ক্যাম্পাস ক্যাফেটেরিয়াতে চলবে।

(বিজ্ঞপ্তি/অ/মার্চ ২৪, ২০১৯)