বিনোদন ডেস্ক : ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘রাজি’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন মেঘনা গুলজার। এই নির্মাতার নতুন সিনেমা ‘ছাপাক’।

ভারতে এসিড হামলার শিকার লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে তার চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পাশাপাশি সিনেমাটি প্রযোজনায়ও করছেন এই তারকা।

সোমবার (২৫ মার্চ) সিনেমাটিতে দীপিকার লুক প্রকাশ পেয়েছে। যেখানে ‘পদ্মাবত’ অভিনেত্রী এসিড দগ্ধ নারীর রূপে হাজির হয়েছেন। আর এই ফার্স্টলুকটি রীতিমত দীপিকা ভক্তদের চমকে দিয়েছে।

টুইটারে ফার্স্টলুক প্রকাশ করে ক্যাপশনে দীপিকা লেখেন, এই চরিত্রটি সারাজীবন আমার সঙ্গে থাকবে, মালতী। আজ থেকে শুটিং শুরু হলো। মুক্তি পাবে ২০২০ সালের ১০ জানুয়ারি।

সোমবার থেকে দিল্লিতে ‘ছাপাক’র শুটিং শুরু হয়েছে। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে দীপিকার কেএ এন্টারটেইনমেন্ট, ফক্স স্টার স্টুডিওস এবং মেঘনা গুলজারের মারিগা ফিল্মস। নিজের ব্যানারে দীপিকার এটিই প্রথম প্রযোজনা।

(ওএস/এসপি/মার্চ ২৫, ২০১৯)