তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে ‘ড্রাইভার সেফটি টুলকিট’ চালু করেছে উবার। চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি। এটি উবার অ্যাপের একটি নতুন ফিচার। এর মাধ্যমে সব নিরাপত্তা ফিচার ব্যবহার করতে পারবেন চালকরা।

জানা যায়, প্রতিটি রাইডের নিরাপত্তা নিশ্চিত করতে উবার অ্যাপের জিপিএস ট্র্যাকিং, ইমার্জেন্সি বাটন ও অন্যান্য নিরাপত্তা ফিচার একত্রে পাওয়া যাবে এ টুলকিটে।

উবার বাংলাদেশের লিড জুলকার কাজী ইসলাম বলেন, চালকরা উবারের কেন্দ্রবিন্দু। ড্রাইভার সেফটি টুলকিটে ইমার্জেন্সি বাটন এবং ‘শেয়ার ট্রিপ ফিচার’ চালুর মাধ্যমে চালকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে।

তিনি আরও বলেন, চালক ও যাত্রীরা যেন নিরাপদ থাকেন এবং একে অপরের সাথে যুক্ত থাকেন, সেটি নিশ্চিত করার পরবর্তী ধাপই এ টুলকিট। এর আগে যাত্রীদের জন্য সেফটি টুলকিট চালু করা হয়েছিল।

(ওএস/এসপি/মার্চ ২৫, ২০১৯)