(মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, যুক্তরাজ্যে বসবাসরত বাঙ্গালিরা স্বাধীনতা যুদ্ধের সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের  অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বর্তমান সরকার বিশ্বের শ্রমবাজারে প্রযুুক্তির সাথে তাল মিলিয়ে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। ফলে অন্যান্য দেশের শ্রমিকদের সাথে তাল মিলিয়ে আমাদের শ্রমিকরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছেন। প্রবাসে বসবাসরত বাঙ্গালিদের কষ্টার্জিত শ্রমের টাকা আমাদের জীবন মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।

তিনি বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড্রটস হিউম্যানিটি হেল্প ফাউন্ডেশন, ইউকে কর্তৃক গরীব ও দুঃস্থ পুরুষ-মহিলাদের মাঝে ঈদের খাবার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে ঈদের খাবার-সামগ্রী হিসেবে ৫৫০জনের মাঝে ১লিটার সয়াবিন তৈল, ২কেজি ময়দা, ১প্যাকেট সেমাই ও আধা কেজি সুজি বিতরণ করা হয়।
সদর ইউপি চেয়ার‌্যম্যান মো. সুয়েব আহমদের সভাপতিত্বে ও ইকবাল হোসেন স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হাসেম, ইউপি সদস্য ফারুক উদ্দিন, ড্রটস হিউম্যানিটি হেল্প ফাউন্ডেশন, ইউকের সদস্য শামীম আহমদ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজেবক হাজী ওয়াতির আলী, হাজী আব্দুল মতিন, ফয়েজ আহমদ সহ ড্রটস হিউম্যানিটি হেল্প ফাউন্ডেশন, ইউকের সদস্যবৃন্দ।

(এলএস/জেএ/জুলাই ২৪, ২০১৪)