আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন করা করা হয়েছে।

সোমবার সকালে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে মুক্তিযুদ্ধর উপর প্রমান্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, মুক্তিযোদ্ধা সোহরাব হাওলাদার, শাহ আলম, আ.কাদের সরদার, শাহজাহান সরদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবদুল্লাহ লিটন প্রমুখ।

এ ছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভেগাই হালদার পাবলিক একাডেমী, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়, রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়, পয়সা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়, আস্কর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ, টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ২৫, ২০১৯)