দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। 

এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব এছার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, প্রকৌশলী শাহিদুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী শাহিনুর রহমান সোহান, নির্বাচন কর্মকর্তা জিকরুল হক, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, সমবায় কর্মকর্তা হাফিজুর ইসলাম, একাডেমিক সুপার ভাইজার প্রধান শিক্ষক হালিমা খান, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

এছাড়াও ২৫মার্চ রাতে নিহত শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনাসহ সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন ও রাত ৯টা থেকে ৯টা ১মিনিট ১মিনিটের জন্য প্রতিকী ব্ল্যাক-আউট পালন করা হয়।

(এসিজি/এসপি/মার্চ ২৫, ২০১৯)