নওগাঁ প্রতিনিধি : সোমবার নওগাঁয় গনহত্যা দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা পাকি হানাদার বাহিনী দ্বারা ১৯৭১ সালে ২৫ মার্চের গনহত্যা দিবসের নারকীয় তান্ডবের ওপর বিস্তারিত আলোচনা করেন। সভায় জেলার সরকারী-বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। এদিকে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ সন্ধ্যায় আলোচনাসভা এবং প্রজ্জলিত মোমবাতিসহ আলোর মিছিল কর্মসূচী গ্রহন করেছে।

(বিএম/এসপি/মার্চ ২৫, ২০১৯)