নওগাঁ প্রতিনিধি : সোমবার সকালে নওগাঁয় মৌসুমী ইউপিপি-উজ্জীবিত প্রকল্প থেকে কিশোরী ক্লাব ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। 

শহরের উকিলপাড়াস্থ মৌসুমী প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন, সংস্থার উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ। কিশোরীদের খেলাধুলা ও গ্রামীন অসহায় মহিলাদের অনুদান হিসেবে এই চেক বিতরণ করা হয়।

উজ্জীবিত প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে স্থানীয় সংস্থা মৌসুমী বাস্তবায়িত করছে। ৮টি কিশোরী ক্লাবে প্রতিটিতে ২০ হাজার এবং ১৫ জন সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের প্রত্যেককে সাড়ে ৪ হাজার টাকা করে সর্বমোট ২লাখ ২৭হাজার ৫শ’ টাকা বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উজ্জীবিত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুর রউফ পাভেল, প্রোগ্রাম অফিসার রুস্তম আলী, আবরার শাহরিয়ার, নাহিদ হোসেন, মনিরুল হাসান, তসলিম উদ্দীন, সাবরীনা তামান্না ও শিল্পী বর্মন।

(বিএম/এসপি/মার্চ ২৫, ২০১৯)