নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের গণকবরে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও শহীদদের স্মৃতিচারন করে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলার বনগ্রামে অবস্থিত গণকবরে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এরপর সেখানে ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সেখানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ২৫ শে মার্চ সংঘটিত ইতিহাসের বর্বরোচিত গণহত্যায় শহীদদের স্মৃতি চারন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা বিএম রাশেদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্নস্তরের ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

(আরএসআর/এসপি/মার্চ ২৫, ২০১৯)