রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নবাব আলী সরদার ও তার বোন ছায়েরা খাতুনের গোয়ালঘর ও বাথরুম প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। রবিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বালিথা বৈদ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

বালিথা বৈদ্যপাড়ার আইনদ্দিন সরদারের ছেলে নবাব আলী সরদার জানান, ৬০ বছর আগে নাজের আলী বৈদ্য ও এজাহার আলী বৈদ্যের কাছ থেকে ১০ কাঠা জমি কিনে তাতে বসবাস শুরু করেন তাদের বাবা আইনদ্দিন সরদার ও চাচা সাজউদ্দিন সরদার। বাপ চাচার দু’ ওয়ারেশ মিলে এখন ১১ ঘর ওই জমিতে কোন রকমে বসবাস করছে। দু’ মাস আগে তাদের বোন আছিয়া ওই জমিতে বাথরুম বানাতে গেলে বাধা দেন নাজের বৈদ্যের ছেলে জামায়াত কর্মী শাহাদাৎ, এজাহার বৈদ্যের ছেলে মন্তাজ, খালেক ডাক্তার, সবুর, মাহাবুবর রহমান ও হারুনসহ কয়েকজন।

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে মাপজরিপ শেষে তাদের মধ্যে তিন শতক জমি বেশি আছে বলে জানা যায়। ঘরবাড়ি না ভেঙে বাজারদরে ওই জমির দাম নেওয়ার পরামর্শ দিলে চেয়ারম্যান ও উপপরিদর্শক হাসানুজ্জ্মানের কথা শোনেননি প্রতিপক্ষরা। একপর্যায়ে রোববার সকাল ১০টার দিকে তারা ভোট কেন্দ্রে গেলে তাদের গোয়ালঘরে আগুন দেওয়া হয়। বাড়িতে থাকা কয়েকজন আগুন নিভাতে ব্যস্ত থাকাকালিন প্রতিপক্ষরা আছিয়ার গোয়ালঘর, বাথরুমে আগুন দেয়। ভাঙচুর করে গোয়ালের টালি। বাধা দেওয়ায় তাদের পরিবারের তিনজন নারী সদস্যকে পিটিয়ে জখম করা হয়।

জানতে চাইলে শাহাদাৎ বৈদ্য বলেন, তিন শতক জমির মধ্যে দেড় শতক জমি তারা ছেড়ে দিতে রাজী হয়েছে। তাদেরও স্থান স্বল্পতার কারণে জমি বিক্রি না করে ফেরৎ চাওয়ায় তাদের বিরুদ্ধে ঘর পোড়ানোর নাটক সাজানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় নবাব আলী বাদি হয়ে রোববার রাতেই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। মামলার প্রস্তুতি চলছে।

(আরকে/এসপি/মার্চ ২৫, ২০১৯)