গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে একটি ভাংরি দোকান থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ সরকারী বই জব্দসহ শরিফুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে। 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর শহরের ঝিলপাড়ার গার্লস স্কুল মোড়ে ভাই-ভাই ভাংরি দোকানে দুপুরে এক অভিযান চালিয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২০১৯ শিক্ষাবর্ষের ৬ থেকে ৭শ’ বিক্রয় নিষিদ্ধ সরকারি নতুন বই জব্দ করে। এ সময় বই ক্রয়- বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলামকে আটক করে পুলিশ।

আটক শরিফুল ইসলাম উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দ খালাসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তবে সরকারি বই বিক্রি চক্রের মূল হোতা ওই ভাংরি দোকানের মালিক ওবাইদুল হক পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি(তদন্ত) আফজাল হোসেন জানান, সরকারি বই-বিক্রয় দন্ডনীয় অপরাধ, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ অভিযানের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ ও একাডেমিক সুপার ভাইজার ফিরোজ আলম উপস্থিত ছিলেন।

(এসআরডি/এসপি/মার্চ ২৫, ২০১৯)