সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক ও উপ পরিদর্শক হেকমত আলীর বিরুদ্ধে দায়েরকৃত পাঁচ কোটি টাকার মানহানির মামলায় শমন জারির নির্দেশ দেওয়া হয়েছে।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক (সার্বিক) এ্যাডভোকেট শহিদুল রহমান খান মামুনের দায়েরকৃত মামলায় মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম প্রশান্ত কুমার বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।

প্রসঙ্গত, সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হেকমত আলী গত ৪ জুলাই থানার গোল চত্বরে এক শালিসি সভায় এক সাংবাদিক, আইনজীবী ও নারী সমাজের প্রতি কটুক্তি করেন। এর জের ধরে গত ১৪ জুলাই জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম বাদি হয়ে উপপরিদর্শক হেকমত আলীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন।

ওইদিন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক বাদি অ্যাড. শাহ আলমকে গ্রেফতারের হুমকি দেন। পর দিন জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুযায়ি পরদিন অ্যাড. শাহ আলম বাদি হয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক ও উপ পরিদর্শক হেকমত আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ৬৪ জেলায় মামলা করার সিদ্ধান্ত অনুযায়ি বুধবার মাদারীপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করলে বৃহস্পতিবার বিচারক আগামি ১৪ আগষ্ট আসামীদের আদালতে হাজির হওয়ার জন্য শমন জারির নির্দেশ দেন।

যদিও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতারে হুমকির কথা অস্বীকার করেন।

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ফজলুল হক ও সাধারণ সম্পাদক অ্যাড. জাফর আলী মিঞা মামলার সাতক্ষীরার দু’ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/জেএ/জুলাই ২৪, ২০১৪)