স্টাফ রিপোর্টার : পাসপোর্ট, পিডিবি ও সেটেলমেন্ট অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে আগের মতোই অনিয়ম উঠে এসেছে।

দুদকে উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ দক্ষিণ অঞ্চলের বিক্রয় বিভাগের অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুদক। দুদকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক রামপ্রসাদ মন্ডলের নেতৃত্বে ৩ সদস্যের এনফোর্সমেন্ট টিম সোমবার (০১ এপ্রিল) তাৎক্ষণিক অভিযানে মিটার রিডিং এবং বিল প্রস্তুতির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দীর্ঘসূত্রিতার প্রমাণ পায়।

অভিযানে দুদক টিম দেখতে পেয়েছে, মিটার রিডাররা যথাসময়ে বিল প্রস্তুত না করে এককালীন দুই বা ততোধিক মাসের বিল প্রস্তুত করছে, ফলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুদক টিমের পর্যবেক্ষণকে আমলে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দক্ষিণ) এর উপসহকারী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাসের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। এছাড়া টিমের পাওয়া প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে উপস্থাপন করা হবে।

অপরদিকে ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসে ভূমি রেকর্ড সংশোধনের জন্য ঘুষ দাবির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।

দুদক অভিযোগ কেন্দ্রে আসা ভুক্তভোগী সেবাপ্রার্থীদের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী পরিচালক জাহিদ কালামের নেতৃত্বে তিন সদস্যের দুদক টিম এ অভিযান চালায়।

দুদক টিম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগের বিষয়ে অবহিত করলে তিনি জানান, ভূমি রেকর্ড সংক্রান্ত কার্যক্রমে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকায়ন হচ্ছে। সেবাপ্রার্থীদের অভিযোগ যথাসম্ভব আমলে আনা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন। দুদক টিম সিটিজেন চার্টার স্থাপনসহ সেবা দিতে সিস্টেম উন্নয়নে বেশ কিছু পরামর্শ দেয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক কুমিল্লা জেলা কার্যালয়ের ২ সদস্যের এনফোর্সমেন্ট টিম উল্লিখিত দপ্তরে অভিযান চালায়।

দুদক টিমের উপস্থিতি আঁচ করতে পেরে দালালরা পাসপোর্ট অফিস ত্যাগ করে। টিম উপস্থিত সেবাপ্রত্যাশীদের অভিযোগগুলো লিপিবদ্ধ করে এবং পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জামাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন।

সেবাগ্রহীতারা দুদকের অভিযানকে স্বাগত জানান এবং দুর্নীতি ও অনিয়মরোধে দুদককে সবসময় পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

তারা বলেন, এভাবে প্রতিনিয়ত অভিযান চালালে দুর্নীতিপরায়ণরা দুর্নীতি করার সাহস হারিয়ে ফেলবে।

(ওএস/এএস/এপ্রিল ০১, ২০১৯)