টাঙ্গাইল প্রতিনিধি: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, আগামী ৫০ বছর পর বাংলাদেশের পরিবেশ কেমন হবে তা নিয়ে পরিবেশ গবেষকদের এখনই গবেষণা শুরু করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। এর জন্য বর্তমান বিজ্ঞানমনষ্ক প্রধানমন্ত্রী তাঁর প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিনিয়ত ভাবছেন।

বর্তমান সরকার যখন ১৯৯৬ সনে ক্ষমতায় ছিল তখন কৃষি ও শিক্ষা বিভাগে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কারণে তার সুফল পাওয়া যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে গবেষণার জন্য বর্তমান সরকার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন করার চেষ্টা করছে।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সম্যান্ট ইন লাইফসায়েন্স’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনকালে উপমন্ত্রী শুক্রবার এসব কথা বলেন।
উপমন্ত্রী আরও বলেন লাইফ সায়েন্স বিষয়টি’ একটি যুগপোযোগী বিষয়। এ বিষয়ে সংশ্লিষ্ট গবেষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ছানোয়ার হোসেন ও লাইফ সায়েন্স অনুষদের ডিন এবং কনফারেন্সের আহবায়ক প্রফেসর ড. এ.এস.এমসাইফুল্লাহ্।

এর আগে প্রধান অতিথি প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ মওলানা ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

(ওএস/পিএস/এপ্রিল ০৫, ২০১৯)