সাতক্ষীরা প্রতিনিধি : আগামি ২৭ আগষ্ট রবিবার সরকারি ছুটি না থাকলেও দৌলতদিয়া- পাটুরিয়া ঘাটে ট্রাক পারাপার বন্ধ থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি না হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফলে শুক্রবার থেকে ২ আগষ্ট পর্যন্ত ঈদের নয় দিনের টানা ছুটির ফাঁদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এতে বন্দরে কর্মরত অনেক শ্রমিকের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হবে।

ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি জিএম আমীর হামজা জানান, আগামিকাল শুক্রবার থেকে ২ আগষ্ট পর্যন্ত ভোমরা বন্দর ছুটির চাদরে মোড়া থাকছে। ২৭ জুলাই সরকারি ছুটি না থাকলেও দৌলতাদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরী পারাপার (পণ্যবাহি ট্রাক) বন্ধ থাকার কারণে ওই দিন আমদানি পণ্য নিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার মত ঝুঁকি তারা নেবেন না। ফলে আগামি ৩ আগষ্ট রবিবার বন্দরের কার্যক্রম শুরু হওয়ার পূর্ব দিন পর্যন্ত আমদানি রফতানির সঙ্গে জড়িত শ্রমিক, ট্রাক চালক, শ্রমিক কর্মচারীসহ এ বন্দরের বিভিন্ন পেশার মানুষকে অভাব অনটনে দিন কাটাতে হবে।

ভোমরা বন্দরের শ্রমিক সরদার জিয়াউল ইসলাম জিয়া, চিত্তরঞ্জন দাসসহ কয়েকজন জানান, একেই তাদের প্রতিদিন কাজ চলে না, তাতে নয়দিন বন্দরের আমদানি রফতানি বন্ধ থাকলে না খেয়ে না দেয়ে দিন কাটাতে হবে। তাতে আমদানি বন্ধ থাকার ফলে আপেল, কমলা, মুসাস্বি লেবু ছাড়াও বিভিন্ন ধরণের ফল, পেঁয়াজ, রসুন, আদাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে। সেটা হবে শ্রমিকদের কাছে গোদের উপর বিষ ফোঁড়ার মত। তা ছাড়া নয় দিনে সরকার সাড়ে তিন কোটি টাকারও বেশি রাজস্ব হারাবে।

এ ব্যাপারে ভোমরা বন্দরের সহকারি শুল্ক কমিশনার তারেক মাহমুদ জানান, রবিবার আমদানি রফতানি হবে না বললেই চলে। তবে ঈদের ছুটি উপলক্ষে নয়দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে সাধারণ শ্রমিকদের সমস্যার পাশাপাশি সরকার সাড়ে তিন কোটি টাকারও বেশি রাজস্ব হারাবে।

(আরকে/জেএ/জুলাই ২৪, ২০১৪)