স্টাফ রিপোর্টার : দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপি আয়োজিত ছয় ঘণ্টার অনশন শেষ হয়েছে। দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাসহ এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅনশন শুরু করে বিএনপি নেতাকর্মীরা। পানি এবং জুস পান করে বিকাল সাড়ে চারটার দিকে অনশন ভাঙেন নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বিএনপি নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

অনশনকালে দেয়া বক্তব্যে নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি দেয়ার কথা বলেন। কেউ কেউ ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অনশনে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাফিজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা পরিষদের আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহাস শিরিন, শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, আব্দুস সালাম আজাদ, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন, ওলামাদলের সভাপতি মাওলানা নেসারুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ অংশ নেন।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান বীরপ্রতীক, মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, ২০ দলীয় জোটের মধ্যে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, লিটা রহমান, মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা মোহাম্মদ ইসহাক, আহমদ আব্দুল কাদের, নূর হোসাইন কাসেমী, সাইফুদ্দিন মনি, জুলফিকার আলী বুলবুল প্রমুখ সংহতি জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম।

(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০১৯)