বিজ্ঞান ডেস্ক : প্রথমবারের মতো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের ছবি তুলেছেন জ্যাতির্বিজ্ঞানীরা। ৪০ বিলিয়ন (৪ হাজার কোটি) কিলোমিটার আকৃতির এই কৃষ্ণ গহ্বরের ছবি তোলা হয়েছে দূরবর্তী একটি গ্যালাক্সি বা ছায়াপথ থেকে।

বুধবার (১০ এপ্রিল) বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে স্থাপিত আটটি টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই কৃষ্ণ গহ্বরের ছবি তোলা হয়েছে। এটি পৃথিবীর আকৃতির চেয়ে প্রায় ৩০ লাখ গুণ বড়।

কৃষ্ণ গহ্বরটির অবস্থান প্রায় ৫০০ মিলিয়ন ট্রিলিয়ন (১ মিলিয়ন= ১০ লাখ, ১ ট্রিলিয়ন= ১ লাখ কোটি) কিলোমিটার দূরে এম৮৭ নামে একটি ছায়াপথে।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০১৯)