নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া থেকে  ১০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান ঘাটের কাছে মেঘনা নদীতে হামলা চালিয়ে তাদের অপহরণ করা হয়।

জানা যায়, বিকেলে জলদস্যু ভুট্টু বাহিনী মেঘনা নদীতে হঠাৎ হামলা চালায়। এসময় দস্যুরা জেলেদের তিনটি নৌকাসহ ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলো চেয়ারম্যন ঘাটের আলাউদ্দিন মাঝি, আ. হাই মাঝি, রহমান মাঝি, লহবর মাঝি, ঝলু মাঝি, ইলিয়াছ সিকদার, চেয়াম্যান ঘাটের কাইউম ব্যাপারির ছেলে হারুন মাঝি ও আমান মাঝি।

চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যম্পের ইনচার্জ এস আই মো. সহিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহৃতদের দস্যুরা কেঙ্গার চর নিয়ে গেছে। এ ব্যাপারে হাতিয়া থানার ওসি ফজলে রাব্বী বলেন, অপহৃতদের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

(ওএস/এইচআর/জুলাই ২৫, ২০১৪)