নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে অভিনব কায়দায় সড়কে শুইয়ে ছিনতাই করার প্রস্তুতির সময় ট্রাকচাপায় দুই ছিনতাইকারী নিহত হয়েছেন।

শুক্রবার ভোর রাতে পলাশ উপজেলার চরসিন্ধুর-পাঁচদোনা সড়কের তালতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন পলাশ উপজেলার চরমাহমুদপুর গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মামুন পাঠান (৩০) ও আব্দুল বাতেন মাস্টারের ছেলে সাইফুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন চরসিন্ধুর-পাঁচদোনা সড়কের তালতলী এলাকায় ট্রাকেরচাপায় নিহত দুই যুবকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে তাদের পরিচয় শনাক্ত করে।

এসময় নিহতদের সঙ্গে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত রড, কাটার, রামদাসহ অন্যান্য যন্ত্রপাতি পাওয়া যায়। অভিনব কায়দায় সড়কে শুইয়ে ট্রাক থামিয়ে ছিনতাই করার প্রস্তুতির সময় ট্রাকচাপায় তারা মারা গেছেন।

এ ব্যাপারে পলাশ থানার ওসি এস.এম শাহাদৎ হোসেন বলেন, নিহত দুই যুবক এলাকার চিহ্নিত চোর ও ছিনতাইকারী। সুযোগ বুঝে তারা সড়কে চলাচলকারী যানবাহনে ডাকাতি এমনকি যানবাহনও ছিনতাই করতো।

তাদের বিরুদ্ধে পলাশ থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ওএস/এইচআর/জুলাই ২৫, ২০১৪)