গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বিতরণ উদ্বোধন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। খরিপ-১/২০১৯-২০ মৌসুমে আউস প্রনোদনা কর্মসূচীর আওতায় ৯২৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।

গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ ছাহেরা বানু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরতাজা আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মুকু, সাধারণ সম্পাদক কে এম জাহাঙ্গীর আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা সরোয়ার জাহান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মোঃ মাহমুদুল হাসান, মোছাঃ মরিয়ম আক্তার প্রমুখ।

(এসআরডি/এসপি/এপ্রিল ১৩, ২০১৯)