তোমার জন্য মুহূর্মুহু
বৃষ্টি নামায়
রোদ্দুর তুলি
তোমার জন্য ক্ষনে ক্ষনে
অামার অামি
অামায় ভুলি।

তোমার জন্য রাত-বিরেতে
সাগর পারের
তারা গুণী
তোমার জন্য পাগল ছাগল
হরেকরকম
কথা শুনি।

তোমার জন্য কু-ঝিকঝিক
রেলগাড়ির
ছন্দে যাওয়া
তেমার জন্য ডুবেডুবে
নিত্যেনতুন
জল খাওয়া।

০২


ভালবাসা হতে নির্বাসিত নিলাম
যাপন করছি কোকিলের জীবন
কাকের ওমে বেড়ে উঠছে সপ্ন
কাম মিঠে ময়ুর তরিকায়
জীবন চলছে
এভাবেই চলুক।
কজনের ভাগ্য জোটে গোলাপ স্নান,
তোমাকেও দেখিনি গোলাপ স্নানে। !

৩।


আর কত কাল বাধবিরে ঘর
মরিচিকার ছায়ায়
আর কত কাল রাখবিরে তুই
তোর ঐ মিছে মায়াই

ভালো মন্দের জোয়ার ভাটায়
সাধন ভজন শেষে
চন্দ্র সূর্য একই রেখায়
দিনের শেষে মিশে
সেই সহজ বোধে
সবাই ফিরে ঘরে
দিনের শেষে আমার কেন
কোন ফেরার ঘর নাই!
আর কত কাল বাধবিরে ঘর
মরিচিকার ছায়ায়
আর কত কাল রাখবিরে তুই
তোর ঐ মিছে মায়ায়।

৪.

ঘৃণার রাজ্যে বসতি গড়ি
প্রেমের রাজ্য পুড়ে,
বোহেমিয়ান সই রেখে যাই
সারা জীবন জুড়ে।

লেখক : কবি ও উন্নয়ন কর্মী