আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সড়ক দুর্ঘটনায় নিহত আগৈলঝাড়ার শ্রমিকলীগ নেতা ও বাকাল ইউপি সদস্য নির্মল ঘটকের শোকার্ত পরিবারের পাশে দাড়িয়েছেন জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)।

সোমবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের নিহত ইউপি সদস্য নির্মল ঘটকের বাড়িতে যান আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। সেখানে তিনি নিহত নির্মলের আত্মার শান্তি কামনা করে নির্মলের বড় ভাই পরিমল ঘটকসহ শোকার্ত পরিবার সদস্যদের সান্তনা প্রদান করে তাদের সার্বিক সাহায্য সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
এসময় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ স্থানীয় সাধারন জনগনের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস প্রদানসহ এলকার যাতায়াতের জন্য রাস্তা পাকা করনের কাজের ব্যবস্থা গ্রহন করেন।

এ সময় তার এমপির সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, নব নিবাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, মন্ত্রীর একান্ত সচিব মো. খায়রুল বাশার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক (অবঃ) অপূর্ব লাল হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, উপজেলা যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, বাকাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস, উপজেলা শ্রমিক লীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাসেম সরদার, শ্রম বিষয়ক সম্পাদক পলহাদ তারুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ বাকাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসংগত, গত ২ এপ্রিল বাকাল ইউপি সদস্য ও শ্রমিক লীগ নেতা নির্মল ঘটক মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

(টিবি/এসপি/এপ্রিল ১৫, ২০১৯)