ধামরাই (ঢাক) প্রতিনিধি : ধামরাইয়ের স্থগিত একটি কান্দাপটল কেন্দ্রের উপ-উপজেলা নির্বাচন ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই উপ উপজেলা নির্বাচনকে ঘীরে ধামরাইয়ের ওই স্থগিত কান্দাপটল কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।

এ ব্যাপরে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন-বুধবার ধামরাই কান্দাপটল স্থগিত কেন্দ্রের উপ জেলা নির্বানকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থ গ্রন করা হয়েছে। মঙ্গলবার থেকেই ওই কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সহ পুলিশ আসনসার,বিজিবি,র‌্যাব ও বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ কড়া নজড় দাড়ীতে রেখেছেন।সার্বিক আইন শৃংখলা পেিরবেশ সুন্দর আছে বলে জানান ওসি দীপক।

ধামরাই উপজেলায় গত ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ১৪৮ টি কেন্দ্রের নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচন সুষ্টু ও সুন্দর ভাবে সম্পন্ন হলেও একটি কেন্দ্রে নৌকা প্রার্থীর নিজ এলাকায় কান্দাপটল কেন্দ্রে,নৌকার পক্ষে ওই কেন্দ্রেরই

প্রিজাডিং কর্মকর্তা,মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ধামরাই আমছিমুর সেসিপ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল বাশার বাদশা জাল ভোট দিতে গিয়ে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের হাতে ধরা পড়ে গ্রেফতার হন।

এর প্রেক্ষিতে ধামরাই উপজেলার ১৪৮ টি কেন্দ্রের মধ্যে ১৪৭ টি কেন্দ্রের ফলাপল ঘোষনা হলেও ওই কেন্দ্রের ভোট স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।

স্থগিত কান্দাপটল কেন্দ্রের উপ-উপজেলা নির্বাচন আজ বুধবার ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে ।

সহকারী রির্টানিং কর্মকর্তা ও ধামরাই উপজেলার ইউএনও আবুল কালাম আজাদ বলেন মঙ্গলবার বিকেলেই নির্বানী সকল সরঞ্জাম কেন্দ্রে পৌছে গেছে।সব আয়োজন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকেই ওই কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সহ পুলিশ আসনসার,বিজিবি,র‌্যাব ও বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ কড়া নজড় দাড়ীতে রেখেছেন।সার্বিক আইন শৃংখলা পেিরবেশ সুন্দর আছে বলে জানান ধামরাইয়ের ইউএনও ও উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা আবুল কালাম আজাদ।

ধামরাই উপজেলায় এবার চার জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলাফলে ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা নিয়ে মোহাদ্দেছ হোসেন ৪০৫৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েনে। তার নিকটতম প্রতিদ্বদন্দ্বি নৌকার প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন-৩৯০০১ ভোট। লাঙ্গল মাকা প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ৮৩৪ ভোট, জাসদ ইনুর দল মশাল মার্কা প্রার্থী আনোয়ার হোসেন মুন্নু পেয়েছেন ১২১ ভোট। মোট ভোটার সংখ্যা-৩২০২২৩জন। ভোট কাষ্ট হয়েছে-সর্বমোট ৮০৫২২ টি। ভোট কাষ্ট হয়েছে প্রায় ২৬ পার্সেন্ট।এবারের নির্বাচনে ভোট বাতিল হয়েছে ৫৬৭টি, সর্বমোট ভোট কাষ্ট হয়েছে ৮১০৮৯ টি।

সর্বশেষ আনারস মার্কা প্রার্থী মোহাদ্দেছ হোসেন -১৫৬৫ ভোট বেশী পেয়ে এগিয়ে রয়েছেন। স্থগিতকৃত ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে ১৮৯১ টি। এ ক্ষেত্রে আনারস মার্কাা প্রার্থী ও ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন বিজয়ী হবে এমনটাই প্রত্যাশা করছেন ধামরাইয়ের বিজ্ঞ মহল।

(ডিসি/এসপি/এপ্রিল ১৬, ২০১৯)