সিলেট প্রতিনিধি : প্রথম ধাপে অনুষ্ঠিতব্য সুনামগঞ্জে ৯ উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করলেন।

মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

শপথ গ্রহণ করেন সুনামগঞ্জের ৯ উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ১৭ জন ভাইস চেয়ারম্যান।

ফলাফল ঘোষণা না হওয়ায় সুনামগঘঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিতে পারেননি।
জেলার জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হয়েছে। অপরদিকে আইনি জঠিলতার কারনে প্রথম ধাপে জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনই হয়নি।

নবনির্বাচিতদের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. আব্দুর রহিম, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী, শাল্লা উপজেলা চেয়ারম্যান আব্দুল্লা আল মাহমুদ ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, তাহিরপুর উপজেলায় পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল সহ পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানগণ।

(এইচ/এসপি/এপ্রিল ১৬, ২০১৯)