কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরো সুন্দর করার লক্ষ্যে কেন্দুয়ায় ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক জিয়া।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাকির আলমের সঞ্চালনায় সমন্বয় সভায় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ।

এছাড়া সকল শিক্ষকদের আরো আন্তরিক হয়ে পাঠদান পদ্ধতি গতিশীলভাবে করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নব নির্বাচিত কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম। সভায় বিভিন্ন প্রধান শিক্ষকগণ তাদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সব প্রধান শিক্ষকরা এ সভায় উপস্থিত ছিলেন।

(এসবি/এসপি/এপ্রিল ১৬, ২০১৯)