নোয়াখালী প্রতিনিধি : ‘এসো হে বৈশাখ, এসো এসো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণচর  উপজেলার খলিল চেয়ারম্যান বাজারে  প্রথম বারেরমত জমজমাট হয়েছে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা। সোমবার সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শনার্থীদের ঢল নামে মেলায়।

স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে সংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মৃগ্ধকরে তোলে, র‌্যাফেল ড্র কিনতে হুমড়ি খেয়ে পড়ে মেলায় আগত দর্শকসহ অতিথিরা, হরেক রকমের মালামাল নিয়ে উপস্থিত হয় দোকানীরা। রং বেরঙ্গের সাঁজে ও কচি কাচার বাঁশির আওয়াজে মুখরিত ছিল রাস্তাঘাট ও খেলার মাঠ। মেলায় আগত দর্শনার্থীদের সম্পূর্ন বিনামূল্যে রক্ত পরিক্ষা করে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন নামের একটি সামজিক সংগঠন এছাড়া উচ্চ রক্তচাপ সহ হার্ট পরিক্ষা করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নোয়াখালী শাখা ।

রোববার বিকেল ৩ টায় মেলার উদ্বোধন করেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, এসময় উপস্থিত ছিলেন, মেলার আয়োজক ও উদ্যোক্তা এডভোকেট ওমর ফারুক, সুবর্ণচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী, ৫ নং চরজুবিলী ইউনিয়ন চেয়ারম্যান জনাব হানিফ চৌধুরী, বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজ সেবক, আলহাজ ছায়েদল হক ভ’ইয়া, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আব্দুর রব, জাহাঙ্গীর হোসেন নিপু, আবুল কালাম সফি, এডভোকেট হাবিবুর রসুল মামুন, এডভোকেট মাসুদ, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট ছালেহ উদ্দিন প্রমুখ।

এসময় পহেলা বৈশাখী মেলায় আগত সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক, বলেন আমার বাবা মরহুম খলিল উল্যাহ চেয়ারম্যানের নামে বাজারটি নাম করন হওয়ায় আমরা কয়েকজন মিলে ৩দিন ব্যাপী এই মেলার আয়োজন করি, ‘‘প্রতি বছরের এই মেলা আয়োজন করার চেষ্ঠা করবো, ’’মেলায় আসা এক দোকানী বলেন মেলায় এসে ব্যবসা ভাল হয়েছে কারন আবহাওয়া ভাল ছিল, সবাই মেলায় আসতে পেরেছে“।

(এস/এসপি/এপ্রিল ১৬, ২০১৯)