স্টাফ রিপোর্টার : পাকিস্তানের উপকূলীয় মাকরান শহরের হাইওয়েতে একটি বাস থামিয়ে কমপক্ষে ১৪ জন যাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা এই হত্যাকাণ্ড চালিয়েছে। তবে কি কারণে তারা বাসের যাত্রীদের এভাবে হত্যা করেছে তা এখনও নিশ্চিত নয়।

জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একদল সশস্ত্র লোক একটি বাস থামিয়ে কিছু যাত্রীকে নামতে বলে। তাদের পরিচয় জানতে চাওয়া হয়। পরিচয় জানার পর ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়।

নিহতদের মরদেহ ওরমারার কাছে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালের এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বেলুস্তিানের পুলিশ কর্মকর্তা মোহসিন হাসান বাট বলেন, ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী করাচি এবং গাওয়াদারের পাঁচ থেকে ছয়টি বাস থামায়। এরপর বেশ কয়েকজন যাত্রীকে গুলি করে হত্যা করা হয়।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হায়দার আলি এএফপিকে বলেন, ওই অস্ত্রধারীরা ফ্রন্টিয়ার কর্পসের পোশাক পরা ছিল।

(ওএস/এসপি/এপ্রিল ১৮, ২০১৯)