সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়। শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এ শ্লোগানকে সামনে তুলে ধরে কোমলমতি শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

ইউএনও আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অসীম কুমার উকিল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সঠিক দায়িত্ব পালনের উপর নির্ভর করছে আগামীর সুন্দর বাংলাদেশ। কোমলমতি শিশুদেরকে বিজ্ঞান মনষ্ক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গ্রামের প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর সাউন্ড সিস্টেম দেবেন। কিন্তু এসব যন্ত্রপাতি অযত্ন অবহেলায় ফেলে না রেখে তার সঠিক ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক জিয়া, কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, ওসি ইমারত হোসেন গাজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

(এসবি/এসপি/এপ্রিল ১৮, ২০১৯)