সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় ৪৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম.পি অসীম কুমার উকিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র।

তিনি খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় পর্যায়ে (২য় সংশোধিত) এর উন্নয় সহায়তা (ভর্তুকি) প্রদান কার্যক্রমের আওতায় এসব বীজ সার ও “কম্বাইন হারভেষ্টার” বিতরন করা হচ্ছে বলে জানান। মেটাল এর ওয়ার্ল্ড ৫৪ লক্ষ টাকা মূলে এসব কম্বাইন হারভেষ্টার সরবরাহ করে। তবে ৩ জন কৃষককে সরকার ২১ লক্ষ টাকা ভর্তুকি প্রদান করেন।

(এসবি/এসপি/এপ্রিল ১৮, ২০১৯)