আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন জার্মান পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২৭ জন। বুধবার সন্ধ্যায় পর্তুগিজ দ্বীপ ম্যাদেইরায় এই দুর্ঘটনা ঘটে। দ্বীপটি পর্যটনের জন্য জনপ্রিয়।

পর্যটকবাহী বাসটিতে ৫৬ জন আরোহী ছিলেন। ৫৫ জন জার্মান পর্যটকের সঙ্গে একজন ট্যুর গাইড ছিলেন। সংকীর্ণ ঢালু সড়কে মোড় নেওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়,বাসটি সরু একটি সড়কের পাশে উল্টে পড়ে আছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা রয়েছেন।

স্থানীয় মেয়র ফিলিপ সোসা বলেন, এই দুর্ঘটনায় পথচারীরাও আঘাত পেয়েছেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে কর্তৃপক্ষ।পার্স টুডে।

(ওএস/এসপি/এপ্রিল ১৯, ২০১৯)