দিনাজপুর প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। এ কারণে শেখ হাসিনার নেতৃত্বে শহরের মতোই গ্রামাঞ্চলেও দৃষ্টিনন্দন বহুতল বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হচ্ছে। সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। পড়াশুনার সুবিধার্থে প্রতিটি শিক্ষার্থীকে উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। শহর ও গ্রামের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে প্রত্যেকটি গ্রামের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রতিটি বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটি গ্রাম সন্ধার পর বিদ্যুতের আলোয় আলোকিত থাকছে। শিক্ষার্থীরা এখন বিদ্যুতের আলোয় পড়াশূনাসহ ইন্টারনেটের সুবিধা ভোগ করছে। আর এসবই সম্ভব হচ্ছে জননেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বের কারণে। 

শনিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের চারতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপরোক্ত কথা বলেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. নিরঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. একরামুল হকের সঞ্চালনায় বিদ্যালয় চত্বরে আয়োজিত বিদ্যালয়ের চারতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন সরকার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব।

এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, বিদ্যালয়ের দাতা সদস্য শাহাদত হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমিত শীল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা গৌতম রায় প্রমুখ।

(ওএস/এসপি/এপ্রিল ২০, ২০১৯)