আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি বারে বন্দুকধারী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও এক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও চারজন। 

স্থানীয় সময় শুক্রবার রাতে ভেরাক্রুজ রাজ্যের মিনাটিটলান শহরের ওই বারটিতে এ হামলা চালানো হয়। রাজ্যের একজন মুখপাত্র এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে এক ব্যক্তির খোঁজে বারটিতে হাজির হয়ে আকস্মিকভাবে হামলা চালায় সে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।

টুইটারে দেওয়া এক পোস্টে হামলার সত্যতা নিশ্চিত করেছেন রাজ্যের নিরাপত্তা বিভাগের প্রধান হুগো গুতিরেজ। হামলাকারীকে গ্রেফতারে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে গত মার্চে মেক্সিকোর শিল্পাঞ্চল সালামানকার একটি নাইটক্লাবে গোলাগুলিতে অন্তত ১৫ জন নিহত হন। আহত হন আরও চারজন।

(ওএস/এসপি/এপ্রিল ২০, ২০১৯)