ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বহমান নদীগুলি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করতে ও নদীর গতিপথ ঠিক রাখতে জেলার শুকনদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

আজ শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ঠাকুরগাঁও রোড শুক ব্রীজ সংলগ্ন এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিনুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সা: সম্পাদক মোশারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শুক নদীর সীমানা পিলার স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সহ আমন্ত্রিত অতিথিরা।

(এফআইআর/এসপি/এপ্রিল ২০, ২০১৯)