ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এক ঘণ্টার ব্যবধানে ট্রাকচাপায় ঝড়ে গেছে ২ জনের প্রাণ। শনিবার বিকেল সাড়ে চারটা হতে সাড়ে পাঁচটার মধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকার রমজান আলী (৬৫) ও মির্জানগর গ্রামের সাবুল মণ্ডল (৪৫)। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া শহরতলির ত্রিমোহিনী এলাকায় দ্রুতগামী একটি ট্রাক একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক সাবুল মণ্ডল সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় সাব্দার মুন্সী ও আসহাব প্রামাণিক নামের ভ্যানের দুই আরোহী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে, অপর দুর্ঘটনাটি ঘটে একই সড়কের চার কিলোমিটার দূরে জ্যোতি তেল পাম্পের কাছে। ঘটনাস্থল থেকে চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পথচারী রমজান আলী প্রামাণিক নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(এসকেকে/এসপি/এপ্রিল ২০, ২০১৯)