বাগেরহাট প্রতিনিধি : বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদর (বাগেরহাট- ২) আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বাগেরহাটের মানুষকে দেশবাসীর কাছে বাগেরহাটের মানুষকে শিক্ষিত মার্জিত মেধাবী দক্ষ পরিচিত হতে হবে। এজন্য এই জনপদের মানুষদের স্বপ্নচারী হতে হবে, আমাদের চিরয়ত বাঙ্গালী সংস্কৃতির মধ্যে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় অধুনিক ও কর্মমুখি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখতে হবে। এজন্য সরকার অধুনিক ও কর্মমুখি শিক্ষা বিস্তারে নানা মুখি পদক্ষেপ গ্রহন করেছে। বাগেরহাটের সকল শিক্ষার্থীদের এই সুযোগ গ্রহন করতে হবে। 

শনিবার রাতে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সপ্তাহব্যাপী বৈশাখি মেলার সমাপনি ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।

অনুষ্ঠানে শেখ তন্ময় বাগেরহাটের সামাজিক অবস্থার চিত্র তুলে ধরে আরও বলেন, মাদক এক ধরণের অসুস্থ্যতা। আমাদের চারপাশে অনেক মাদকাসক্ত লোক রয়েছে। মাদককে শূন্যের কোঠায় নামিয়ে আনতে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি অভিভাবকসহ সবাইকে আরো কঠোর হতে হবে। মাদক বেচাকেনায় জড়িত ও গডফাদারদের ধরতে আইন-শৃংখলা বাহিনীতে আরো তৎপর হতে হবে। একই সাথে মাদকাসক্তদের সঠিক চিকিৎসা দিয়ে সমাজে পূর্নবাসিত করতে সকলকে আন্তরিক হতে হবে। অনুষ্ঠানে শেখ তন্ময় অতিথিদের সাথে নিয়ে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ‘স্বপ্নচারী’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, পৌর মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু প্রমুখ বক্তব্য রাখেন।

এরআগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে বাগেরহাট সদর উপজেলার দরিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার্থীদের পড়াশুনায় বেশী-বেশী মনোযোগি হতে পরামর্শ দেন এমপি শেখ তন্ময়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মুকিতের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মানিক হোসেন বক্তব্য রাখেন।

(এসএকে/এসপি/এপ্রিল ২০, ২০১৯)