বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নুসরাত হত্যার দ্রুত বিচার ও সারাদেশে নারীসহ সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট শহরের সাধনার মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাগেরহাট জেলা শাখা এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট পূজা উদযাপন কমিটির সভাপতি অম্বরিশ রায়, সহ-সভাপতি বাবুল সরদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন কুমার ব্যানার্জী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা পরিষদ সদস্য শরিফা খানম, সংখ্যালঘু নেতা কার্তিক ভট্টাচার্য, মুকন্দ দাস, মধু সুদন দাম, অবনীশ চক্রবর্তী সোনা, কাবেরী হালদার প্রমুখ।

বক্তারা বলেন, দ্রুত বিচার ট্রাইবুন্যালে নুসরাত হত্যা মামলার বিচার নিশ্চিত করাসহ সারাদেশে নারীর প্রতি সকল সহিংসতা ও সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবী জানান।

(এসএকে/এসপি/এপ্রিল ২২, ২০১৯)