রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : ‘মা বোনদের নিরাপত্তা চাই, ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই’ এই শ্লোগান নিয়ে ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে এবং দুপুরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নাগরপুর

উপজেলা সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের নাগরপুর উপজেলার বটতলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার আহবায়ক লক্ষ্মীকান্ত সাহা, যুগ্ম-আহবায়ক রামেন্দ্র সুন্দর বোস, নীরেন্দ্র কুমার পোদ্দার, অরুন কুমার সাহা, সাবেক প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহা প্রমুখ। এছাড়া মানববন্ধনে উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধনবাড়ী উপজেলা

ধনবাড়ীতে সোমবার দুপুরে বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ধনবাড়ী শাখার উদ্যোগে আলোচিত নুসরাত জাহান রাফিসহ সকল ধর্ষণ হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধনবাড়ী শাখার উপদেষ্টা প্রফুল্ল চন্দ্র বসাক, সভাপতি বিনয় কৃষ্ণ তালুকদার, সাধারণ সম্পাদক মদন দাস, চিত্ত রঞ্জন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দে, প্রবীর কুমার সরকার, আল্পনা রানী বর্ধন, বিষ্ণু পদ সাহা প্রমুখ।

মানববন্ধনে বক্তরা ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীসহ সকল ধর্ষণ হত্যার অতি দ্রুত গ্রেফতারসহ সঠিক ন্যায় বিচার দাবি করেন।

ঘাটাইল উপজেলা

ঘাটাইলে নুসরাত জাহান রাফি ও মনিকাসহ বিভিন্ন সহিংসতার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকালে ঘাটাইল শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা, যুগ্ম-সম্পাদক কার্ত্তিক চন্দ্র দত্ত, ঘাটাইল উপজেলা শাখার হিন্দু-বৌদ্ধ -খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অমূল্য আর্য্য, পৌর শাখার সভাপতি মুকুল চন্দ্র দেবনাথ প্রমুখ।

মানববন্ধনে সকল প্রকার সহিংসতা বন্ধের দাবি এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

(আরকেপি/এসপি/এপ্রিল ২২, ২০১৯)