গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সদরে চৌমাথা মোড়ে আজ ২২ এপ্রিল সোমবার সকালে ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি ও গাইবান্ধা সদরে রবিদাস সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উৎযাপন পরিষদ ও হিন্দু, বৌধ্য,খিষ্ঠান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,জাসদের সভাপতি সাংবাদিক নুরুজ্জামান প্রধান,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চু,পূঁজা উৎযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র,ও সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তরা বলেন,নুসরাত হত্যার দ্রুত বিচার সহ সকল ধরনের নির্যাতন বন্ধ করে সূখী সমৃদ্ধশালী বাংলাদেশ বাস্তবায়নে সকল ধর্ম গোত্রের মানুষ কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

মাদরাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও গাইবান্ধায় রবিদাস সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা এই মানববন্ধন কর্মষূচির আয়োজন করে। মানববন্ধনে রবিদাস সম্প্রদায়ের লোকজনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি রণজিত বকসী সূর্য, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাংবাদিক গোবিন্দলাল দাস, পুরোহিত কল্যাণ সমিতির জেলা সভাপতি শংকর চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী, সুজন প্রসাদ, সুদেব চৌধুরী, দীপক রায়, বিরতী রঞ্জন সরকার, মাখন চন্দ্র সরকার, চঞ্চল সাহা, রকি দেব, সুনীল রবিদাস, জতিয়া রবিদাস প্রমুখ।

বক্তারা এই ধরণের নৃশংস ঘটনার বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে নুসরাত জাহান রাফির হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে রবিদাস সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানান এবং জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

(এসআরডি/এসপি/এপ্রিল ২২, ২০১৯)