প্রায় এক হাজার ৯০০ কোটি ডলার দিয়ে জনপ্রিয় মোবাইল মেসেজিং অ্যাপ 'হোয়াটসঅ্যাপ' কিনছে ফেইসবুক। ইতিমধ্যে এ বিষয়ে চুক্তিও করেছে তারা। চুক্তি মতে, নগদ এবং শেয়ারের বিনিময়ে এ অর্থ পরিশোধ করবে ফেইসবুক। এ ছাড়া হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জান কুম ফেইসবুকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজের সুযোগ পাবেন।

হোয়াটসঅ্যাপে প্রথম বছর বিনা মূল্যে বার্তা, ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ মিললেও পরবর্তী বছর থেকে এক ডলার করে গুনতে হয়। বর্তমানে মাসে নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৪৫ কোটিরও বেশি। প্রতিদিনই এর ব্যবহারকারী বাড়ছে প্রায় ১০ লাখ করে। হোয়াটসঅ্যাপের মেসেজিং সেবাকে 'দারুণ মূল্যবান' হিসেবে অভিহিত করেছেন ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। ২০০৯ সালে যাত্রা শুরু করেছে হোয়াটসঅ্যাপ।

(ওএস/অ/ফেব্রুয়ারি ২১, ২০১৪)