আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত তুরস্কের কনস্যুলেটকে লক্ষ্য করে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে কনস্যুলেটের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবার এ হামলার ঘটনা ঘটে।

আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, সোমবারের এ বোমা হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। কনসুলেটের কর্মকর্তা আসিয়ে নূরকান ইপেকসি বোমা হামলার খবর নিশ্চিত করেছে। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে সুইস পুলিশ। তবে তাদের সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি তারা।

আসিয়ে নূরকান ইপেকসি বলেন, তুর্কি কনস্যুলেট ভবন লক্ষ্য করে এর আগেও কয়েক দফায় হামলা চালায় সন্ত্রাসীরা। তবে হামলার পর এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কনস্যুলেট ভবনে হামলার দায় স্বীকার করেনি বলেও জানান তিনি।

জুরিখের এই তুর্কি কনস্যুলেটে গত দুই বছরে ছয় দফা হামলার ঘটনা ঘটেছে। ২০১৭ সালের মে মাসে সামরিক ধাঁচের টুপি পরে কনস্যুলেট ভবনে তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত। ভবনছাড়াও পাশের একটি বাস স্টপে তারা ‘কিল এরদোয়ান’ লেখা চিকা মেরে চলে যায়। ২০১৮ সালের জানুয়ারিতে কনস্যুলেটের একটি গাড়ি অগ্নিসংযোগের শিকার হয়।

রবিবার শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের অনুষ্ঠার চলাকালীন রাজধানী কলম্বোর প্রথম সারির তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে প্রার্থনারত মানুষের ওপর সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। সেই হামলায় এখন পর্যন্ত ৩১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিন শতাধিক নিহত ছাড়াও প্রায় পাঁচ শতাধিক মানুষ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভয়াবহ ওই সিরিজ বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জামায়াত আল-তাওহিদ আল-ওয়াতানিয়া নামের একটি জঙ্গিগোষ্ঠী।

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০১৯)