স্পোর্টস ডেস্ক : কোস্টারিকার জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন জর্জ লুইস পিন্টো। কোস্টারিকা ফুটবল ফেডারেশনের সাথে সমঝোতা না হওয়ায় এমন ঘোষণা দেন ৬১ বছর বয়সী এ কলম্বিয়ান।

২০১১ সাল থেকে কোস্টারিকান দলের কোচের দায়িত্ব পালন করে আসছেন পিন্টো। ব্রাজিলে তার অধীনেই প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে কোস্টারিকা। যদিও শেষ আটে নেদারল্যান্ডের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিতে হয় তাদের। কিন্তু বিশ্বকাপ জয়ী তিন দেশ মোকাবেলা করেও কোন দল তাদেরকে পরাজিত করতে পারেনি। এমনকি সাবেক ইউরোপীয়ান চ্যাম্পিয়ন গ্রীসও তাদের সাথে পেরে উঠেনি।

বিশ্বকাপের অন্যতম কঠিন গ্রুপে বড় দলগুলোর সাথে জায়গা করে নেবার পরে মধ্য আমেরিকার ছোট এই দেশটিকে নিয়ে কেউই আশাবাদী ছিল না। অথচ ডেথ গ্রুপে উরুগুয়ে ও ইতালিকে হারিয়ে অঘটন ঘটানোর পরে ইংল্যান্ডের সাথে ড্র করে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দেয়। শেষ ১৬র লড়াইয়ে তারা ১০জনের গ্রীসের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত ড্র করে পরবর্তীতে পেনাল্টিতে জয় তুলে নেয়। তবে নেদারল্যান্ডের সাথে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি।

কোচিং ক্যারিয়ারের ৩০ বছর পার করা পিন্টো এর আগে কলম্বিয়া এবং পেরুর ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। ২০০৪ ও ২০০৫ সালে তিনি প্রথম কোস্টারিকার কোচ ছিলেন। এরপর ২০০৭ ও ২০০৮ দুই বছর কলম্বিয়ার জাতীয় দলের দায়িত্বে থাকার পরে ২০১১ সালে আবারো কোস্টারিকায় ফিরে আসেন। এখনও পর্যন্ত ভবিষ্যত নিয়ে কোন সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন পিন্টো ।

(ওএস/অ/জুলাই ২৫, ২০১৪)