আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ডাকাতি মামলায় আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় আরোও ২ সদস্যকে থানা পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার কালিহাতী জেলার বেড়াপটল গ্রামের ইউসুফ আলীর ছেলে কবির হোসেন (২৪) ও বগুড়ার দুপচাঁচিয়ার বেরুষ্ণ গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল হাকিম (২৫)।

এর আগে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার সহ রাজু আহম্মেদ কে পুলিশ গ্রেফতার করেছে। এপর্যন্ত এই মামলায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বলে মামলার তদন্তকারী অফিসার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক জানান।

উল্লেখ্য, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খসলাপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে গোলাম মওলা (৫৩) সহ তিন ব্যাক্তি মোটরসাইকেলযোগে গত ১৮ এপ্রিল রাতে মুরইল বাসষ্ট্যান্ড থেকে বাড়ীতে যাওয়ার রওনা দেয়। মোটরসাইকেল নিয়ে মুরইল-রায়কালী রাস্তার আদমদীঘির বিনাহালী গ্রামের নিকট বরইতলী নামক স্থানে পৌছলে ডাকাতরা দড়ির বেরিকেট দেয়। ওই তিন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গেলে ডাকাতরা তাদের গাছের সাথে বেধে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় গোলাম মওলা বাদী হয়ে গত ২১ এপ্রিল থানায় অজ্ঞাত নামা উল্লেখ করে মামলা দায়ের করেন।

(এস/এসপি/এপ্রিল ২৩, ২০১৯)