গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাল্য বিয়ে নিবন্ধন করার সময় সৈয়দ আব্দুল হাদি (৫৫) নামে এক  কাজিকে  আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত কাজী সৈয়দ আব্দুল হাদি উপজেলার কোচাশহর ইউনিয়নের কোচাশহর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি কোচাশহর ইউনিয়ন নিকাহ রেজিষ্টার হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের কন্যা অষ্টম শ্রেণির(১৪) বৎসরের স্কুল ছাত্রীর শোলাগাড়ী গ্রামের এক যুবকের সাথে বাল্য বিবাহ এর জন্য কার্যক্রম চলছিল।

এ সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার ওসি এ,কেএম মেহেদী হাসান, পিএস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বর -কনে পালিয়ে যায়।

এসময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ কাজী আব্দুল হাদীকে বাল্য বিবাহ নিবন্ধন কৃত রেজিস্টার সহ আটক করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক কাজি সৈয়দ আব্দুল হাদিকে ৬ মাস বিনা শ্রম কারাদন্ড দেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

(এসআরডি/এসপি/এপ্রিল ২৩, ২০১৯)