আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় দুঃস্থ জেলে পরিবারের মাঝে সরকারী সাহায্যের বিনা মূল্যের চাল বিতরণ সম্পন্ন হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, ৫টি ইউনিয়নের ৯শ ২জন দুঃস্থ জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল বিতরণ করা হবে।

ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই চার মাসে প্রতি জেলে পরিবারকে প্রতিমাসে ৪০কেজি করে চাল বিতরণের আওতায় নেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা ৫টি ইউনিয়নে একযোগে দুঃস্থ জেলেদের মাঝে দুই মাসের চাল বিতরন কার্যক্রম শুরু হয়। বাকাল ইউনিয়নের এই কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিপুল দাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ফিন্ড সহকারী এনায়েত হোসেন, ইউপি সদস্য বিমল বিশ্বাস, সোবাহান মিয়া, রমেশ সরকার, গনেশ পান্ডে, বিমল অধিকারী ভীম, সান্তনা বেগম, ইসহাক আলম পাইক প্রমুখ।

এ ছাড়াও রাজিহার ও গৈলা ইউনিয়নে দুঃস্থ জেলেদের মাঝে চাল বিতরন করা হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ২৩, ২০১৯)