ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর হরিজন সম্প্রদায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করেছে। হরিজন সম্প্রদায়ের কেউ আর কোনদিনও মদ বিক্রি করবে না এবং মদ পানের বিষয়েও পূর্ব অবস্থান হতে ফিরে স্বাভাবিক জীবন যাপন পালনে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন। 

মঙ্গলবার বিকেলে প্রশাসেনর উপস্থিতিতে ঈশ্বরদী হরিজন ঐক্য পরিষদ আয়োজিত মাদক বিরোধী সমাবেশে অবৈধ মদ বিক্রেতা হরিজনরা লিখিত অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন।

রাজু বাঁশফোড়ের সভাপতিত্বে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আহাম্মদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনার উপ-পরিচালক পারভীন আক্তার, থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী । এসময় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, কাউন্সিলর সাঈদ হাসান শিমুল, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, রনজিৎ বাঁশফোড়।

সমাবেশে হরিজন সম্প্রদায়ের ৮জন বাংলা মদ বিক্রেতা বিক্রি না করার বিষয়ে লিখিত অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন। এসময় উপস্থিত হরিজনরা সামাজিক অনুষ্ঠানাদি ছাড়া মদ পান হতে বিরত থাকারও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৩, ২০১৯)