হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে খরিপ-১ মৌসুমী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় সরকার কর্তৃক বরাদ্ধকৃত উপজেলার ৯৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৪ এপ্রিল দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ এর বাস্তবায়নে বিনামূল্যে বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

সুবিধাভোগী কৃষকদেরকে জনপ্রতি ২৫ কেজি সার ও ৫কেজি বীজ ধান বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ,উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহম্মেদ প্রমূখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(জেসিজি/এসপি/এপ্রিল ২৪, ২০১৯)