আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ভক্তের আর দর্শনার্থী সমাগম আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের ১শ ৩৩ বছরের ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী তারা মায়ের মন্দিরের বাৎসরিক পূজা মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সনাতন ধর্মীয় সম্প্রদায়ের উদ্যোগে শনিবার দুপুরে দুপুরে শ্রী শ্রী শীতলা দেবীর বাৎসরিক পূজাও অনুষ্ঠিত হয়। শীতলা ও তারা পূজা উপলক্ষে কালী বাড়ি মাঠে শনিবার বিকেলে প্রতি বছরের ন্যায় গ্রামীণ লোকজ মেলায় ছিল হাজারো লোকের ভির। রাতে মায়ের পূজা, ছাগ বলি দান, আরতী, যজ্ঞ, শান্তি অর্জনের জন্য জগতের মঙ্গলার্থে বিশেষ প্রার্থণা, শেষে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, ১৮৮৬ সন থেকে প্রতি বছর বৈশাখ মাসে তারা মায়ের পুজা অনুষ্ঠিত হয়ে আসছে।

(টিবি/এসপি/এপ্রিল ২৪, ২০১৯)