গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল আর মিলার বুধবার (২৪এপ্রিল) গৌরীপুর ও পূর্বধলা উপজেলার মধ্যবর্তী শ্যামগঞ্জে অবস্থিত বিএইউ-এসটিআর ড্রায়ার (ধান শুকানোর) মেশিন তৈরীর কারখানা ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওর্য়াকসপ পরিদর্শন করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর ড. মঞ্জুরুল আলম ও প্রফেসর ড. চয়ন কুমার সাহা এ যন্ত্র উদ্ভাবন করেন। এ যন্ত্র আবিস্কারের জন্য তিনি তাদের ভূয়শী প্রশংসা করেন। তিনি এ সময় ধান শুকানো যন্ত্রের ব্যবহার, ধান মাড়াই যন্ত্রের ব্যবহার সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, আমি একজন প্রেসিডেন্টের সন্তানের চেয়ে কৃষকের সন্তান পরিচয় দিতে গর্ববোধ করি। আমার বাবা-মা কৃষক। আমি কৃষক পরিবারের সন্তান।

এ সময় আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ডক্টর মো. মঞ্জুরুল আলম, প্রফেসর ডক্টর চয়ন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহাজাহান মিয়া, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক আব্দুর রাজ্জাক প্রমুখ।

মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে শ্যামগঞ্জ এলাকায় ছিলো কঠোর নিরাপত্তা বেস্টনীতে। সকাল ১০টায় তিনি পৌঁছার পর তাকে স্বাগত জানান ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়াকসর্পের মালিক আব্দুর রাজ্জাক, নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
স্বল্প খরচে ক্ষুদ্র কৃষকের ধান শুকানো যন্ত্রণার অবসান করলো এ ড্রায়ার মেশিন। যার পুরো নাম বিএইউ-এসটিআর ড্রায়ার (ধান শুকানো যন্ত্র)। এ যন্ত্র আবিস্কার করেন বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ডক্টর মো. মঞ্জুরুল আলম। তাঁর দেখানো মতেই এ যন্ত্র প্রস্তুত করছেন পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ভাই ভাই ইঞ্জিনিয়ারিংয়ের মালিক আব্দুর রাজ্জাক।

(এসআইএম/এসপি/এপ্রিল ২৪, ২০১৯)