বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় জাহাঙ্গীর হাওলাদার (৩৮) নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে রাজনৈতিক প্রতিপক্ষরা। বুধবার দুপুরে উপজেলার রায়েন্দা-তাফালবাড়ী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ কদমতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জাহাঙ্গীর হাওলাদার জিলবুনিয়া গ্রামের আ. কাদের হাওলাদারের ছেলে ও রায়েন্দা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। হামলাকারীরা সবাই বিএনপির সমর্থক বলে জানিয়েছে আহতের পরিবার।

আহত যুবলীগ নেতা জানান, তিনি দুপুর ১২টার দিকে উপজেলা সদরের পাঁচরাস্তা কাচাবাজার থেকে বাজার করে বাড়ি ফেরার সময় দক্ষিণ কদমতলা এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ইয়াকুব গাজীর ছেলে জসিম গাজী, রাজু গাজী ও খলিল গাজীর ছেলে ইলিয়াছ গাজীসহ ৫-৬জন তাকে বেরিকেড দিয়ে মারধর শুরু করে। তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও লাথি-ঘুষি মেরে রাস্তায় ফেলে রাখে। পরে খরব পেয়ে পরিবারের লোকেরা এসে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে যান।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বিপ্লব কুমার জানান, আহত ব্যক্তির নাকের হাঁড় ভেঙে যায় এবং ডান চোখ ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পেয়েছেন।তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার জানান, এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে, এব্যাপারে অভিযুক্তদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

(এসএকে/এসপি/এপ্রিল ২৪, ২০১৯)